ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৪:৪৩ পিএম
হলের কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধর্ষণের প্রতিবাদে এবং নিপীড়ন মুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’ ব্যানারে মানববন্ধন করেছেন শিক্ষক–শিক্ষার্থীরা। পৌনে দুই ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে দেড় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অছাত্রদের হল থেকে বের করা, ধর্ষণে অভিযুক্ত অপরাধীদের দ্রুত শাস্তি কার্যকর করা, যৌন নিপীড়নে বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান ওরফে জনির শাস্তি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান এবং মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের পদ্যাগের দাবি জানান।
ধর্ষণে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিতে মৌনমিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এর আগে, শনিবার (৩ ফেরুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে জঙ্গলে বহিরাগত নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। তার প্রেক্ষিতে মূল অভিযুক্তসহ চারজনকে আটক করেছে পুলিশ।