সমাবেশ করতে না পেরে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৩, ০২:৫৮ পিএম

সমাবেশ করতে না পেরে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

সংগৃহীত ছবি

পূর্ব ঘোষণা অনুযায়ি শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জামায়োতে ইসলামীর। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় দলের পক্ষ থেকে সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী ৬ আগস্ট দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করা হবে।

শুক্রবারের সমাবেশ বাস্তবায়নে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল উল্লেখ করে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “ কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আমাদের অনুমতি দেয়নি। গত ১ আগস্টও বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিলাম, সেখানেও অনুমতি দেওয়া হয়নি। অথচ, সভা-সমাবেশ করা সবার সংবিধান স্বীকৃতি অধিকার। কিন্তু প্রশাসন বারবার আমাদের সেই অধিকার হরণ করছে।”

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, সরকারি দল যখন তখন অনুমতি ছাড়া সভা-সমাবেশ করবে, আর আমাদের বেলায় অনুমতি লাগবে? এ দ্বৈত নীতি কেন? আমরা বারবার বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়।

প্রসঙ্গত, গত ২৪ জুলাই সংবাদ সম্মেলন আয়োজন করে ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার ঘোষণা দেয় জামায়াত। সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকেও(ডিএমপি) চিঠি দেয়। তবে ডিএমপি কর্তৃপক্ষ সমাবেশের জন্য সহযোগিতা না করলে  সমাবেশের তারিখ পিছিয়ে শুক্রবার (৪ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে করার ঘোষণা দেয়। এবিষয়ে অনুমতির জন্য আবারও ডিএমপি কমিশনারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়। তবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়নি ডিএমপি পুলিশ।

Link copied!