কারবালার শোক ধ্বনিত হলো হোসেনি দালানে

মাহাবুব আলম শ্রাবণ

জুলাই ১৩, ২০২৪, ১০:২৯ পিএম

কারবালার শোক ধ্বনিত হলো হোসেনি দালানে

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

প্রতি বছরের মতো এবারও ৬ মুহাররাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কনিষ্ঠ দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুসহ কারাবলার ৭২ জন শহিদ স্মরণে পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়া থেকে শোক মিছিল বের করেছে শিয়া ও সুন্নির ঐক্যভিত্তিক সংগঠন মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা।

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শনিবার (১৩ জুলাই) বিকেলে পুরান ঢাকার হোসেনি দালান ইমাম বাড়া থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই শোক মিছিলের আয়োজন করা হয়।

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

মিছিলটি হোসেনি দালান থেকে শুরু করে পুরান ঢাকার শোক মিছিলটি পুরনো ঢাকার হোসেনি দালান ইমামবাড়া, চাঁনখারপুল, ঢাকা মেডিকেল রোড, বকশিবাজার চৌরাস্তা (ফজলে রাব্বি হল), আলিয়া মাদ্রাসা, নবকুমার স্কুল, উর্দু রোড, চকবাজার থানা, জেলখানা রোড, নাজিমুদ্দিন রোড, মীর ইয়াকুব ইমামবাড়া ঘুরে আবারও হোসেনি দালানে এসে শেষ হয়।

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

কারবালার যুদ্ধে শহিদ ইমাম হোসাইনের প্রতি ভালোবাসায় উদ্বেল হয়ে মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু মুসলিম বিন হাইয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই শোক মিছিলে শত শত নারী-পুরুষ খালি পায়ে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ৬১ হিজরির ১০ মুহাররাম (১০ অক্টোবর ৬৮০ খ্রিস্টাব্দ) কারবালার প্রান্তরে উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের সৈন্যদের কাছে পরাজিত ও মর্মান্তিকভাবে সপরিবারে নিহত হন হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু।

প্রথম ইয়াজিদের বায়’আত তথা আনুগত্যের শপথ নিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করেই ইমাম হোসাইনকে শাহাদাত বরণ করতে হয়।

Link copied!