জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়তে চলেছেন খালেদ মুহিউদ্দিন। শীঘ্রই তার সঙ্গে সংবাদমাধ্যমটির চুক্তির মেয়াদ শেষ হবে। সিদ্ধান্ত নিয়েছেন যে, এরপর সংবাদমাধ্যমটির সঙ্গে তিনি আর চুক্তি নবায়ন করবেন না তিনি।
গত ১৪ জুলাই রাতে দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি খালেদ মুহিউদ্দিন নিজেই নিশ্চিত করেছেন। তবে ডয়চে ভেলের কর্মস্থল ছেড়ে পরবর্তীতে কোথায় যাবেন সেটা খোলাসা করে বলেননি তিনি। জনপ্রিয় এই উপস্থাপক বলেন, “ডয়চে ভেলের সঙ্গে চুক্তি নবায়ন না করার তেমন কোনও কারণ নেই, প্রকৃত অর্থে এখানে আর কাজ করতে ইচ্ছা করছে না। পরবর্তী গন্তব্য এখনও ঠিক করিনি।”
সংবাদমাধ্যমটির বিশেষ টকশো অনুষ্ঠান ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’র উপস্থাপনাও করতেন তিনি।
প্রসঙ্গত, ২০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন খালেদ মুহিউদ্দিন। এক দশকেরও বেশি খণ্ডকালীন শিক্ষকতা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। লিখেছেন গল্প, উপন্যাস ও ভ্রমণ কাহিনি। বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন তিনি।