ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণের কারণে আরও নিবিড় পর্যবেক্ষণের জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান ইউনিবিকে জানান, বিএনপি দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানিয়েছে।
রবিবার রাতে হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণজনিত বুকে সমস্যা দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে কেবিনে চিকিৎসা দেওয়া হলেও পরে সিসিইউতে নেওয়া হয়।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার জুমার নামাজের পরে দেশব্যাপী বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করবে বিএনপি, বলেন সায়রুল।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও জুমার পর দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার ও কিডনি জটিলতা, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, আর্থ্রাইটিস ও চোখের নানা রোগে ভুগছেন। তার শরীরে স্থায়ী পেসমেকার রয়েছে এবং তিনি আগে হার্টে স্টেন্টও বসিয়েছেন।
উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তিনি নিয়মিত এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। তার পরিবার—তারেক রহমান ও জুবাইদা রহমান—নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে তার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন।