ডিসেম্বর ২৯, ২০২৩, ০৭:০৭ এএম
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে কেন্দ্র করে এরইমধ্যে সমাবেশস্থলে দলে দলে নেতাকর্মীরা যোগ দেওয়া শুরু করেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের এক তৃতীয়াংশ নেতাকর্মীতে পরিপূর্ণ সমাবেশস্থল।
এসময় তারা বিভিন্ন রঙ-বেরঙয়ের টিশার্ট ক্যাপ পরে ও ব্যান্ড-বাজনাসহ তালে তালে মিছিল নিয়ে সমাবেশে বঙ্গবন্ধু উদ্যানমুখী হয়েছেন। এছাড়া নারীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তারা রঙবেঙরের শাড়িতে সেজে বঙ্গবন্ধু উদ্যানে আসছেন। এসময় তাদের নৌকার পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। সমাবেশে নিরাপত্তা নিশ্চিতে নগরীর বিভিন্নস্থানের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরীতে অবস্থান নেন। এদের মধ্যে নারী, তরুণ-তরুণীর উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তারা হাতে লাল-সবুজ পতাকার সঙ্গে রঙবেরঙের পোশাক পড়ে নগরীতে প্রবেশ করায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। জনসভাকে কেন্দ্রে করে দলীয় প্রতীক নৌকার প্রতিকৃতি নিয়েও এসেছেন অনেকে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহও বক্তব্য দেবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।