সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৬:০২ পিএম
রাজধানীর পুরান ঢাকার লালবাগে মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা মো. শাহজাহান সিকদার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শাহজাহান সিকদার জানান, “সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই আমরা। পৌনে ২টা থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকাল ৩টা ২৫ মিনিটে মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”
তিনি জানান, ডস ইন্ড্রাস্টিয়াল কোম্পানি মেটালাইজিং নামের ওই ভবনটি লালবাগের আতশখানা লেনে অবস্থিত। ভবনটি কারখানার গোডাউন ও আবাসিক হিসেবে ব্যবহৃত হচ্ছিল। আগুন লাগার পর লোকজন নিচে নামতে সক্ষম হয়।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজে থাকা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, “আগুন ততটা বাড়েনি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমরা পানি সংকটের মুখোমুখি হয়েছি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”