আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা: ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২৩, ১০:১৫ এএম

আচরণবিধি ভঙ্গ করলে ব্যবস্থা: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘আমাদের কাছে স্বতন্ত্র বা হেভিওয়েট, আমরা এসব কিছু বুঝি না। আমরা বুঝি প্রার্থী। সব প্রার্থী আমাদের কাছে সমান। আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি, যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবে, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

শুক্রবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার তিনটি আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন রাশেদা সুলতানা।

এ সময় ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আচরণবিধি যাতে ঠিক থাকে, সে জন্য নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট পরিচালনা করছেন। তাঁরা অভিযোগ খতিয়ে দেখছেন, তদন্ত করছেন। এরপর কমিশনে তদন্ত প্রতিবেদন পাঠানোর পর কমিশন ব্যবস্থা নিচ্ছে।’

Link copied!