কৃষি মার্কেটের আগুন পরিকল্পিত এমন অভিযোগ ব্যবসায়ীদের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৯:০১ পিএম

কৃষি মার্কেটের আগুন পরিকল্পিত এমন অভিযোগ ব্যবসায়ীদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ভোরবেলায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। ৬ ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই মার্কেটের নিঃস্ব হয়ে ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন এই অগ্নিকাণ্ড পরিকল্পিত। একই সঙ্গে মার্কেটের শেষ প্রান্তের তিন কোণার তিনটি দোকানে আগুন লাগা কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে অভিযোগ করছেন তারা।

ব্যবসায়ীদের অভিযোগ থেকে জানা যায়, বুধবার দিবাগত রাতে হঠাৎ করে পূর্ব-দক্ষিণ কোণায় হক বেকারির কনফেকশনারিতে আগুনের সূত্রপাত হয়। এর ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যে পশ্চিম-উত্তর কোণায় আরেকটি দোকানে আগুন দেখা যায়। একই সময় দক্ষিণ-পশ্চিম পাশের আরেকটি দোকানেও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। একসঙ্গে মার্কেটের শেষ প্রান্তের তিন কোণার তিনটি দোকানে আগুন কীভাবে লাগল? কেউ আগুন না লাগালে কীভাবে একসঙ্গে মার্কেটের শেষ প্রান্তের দোকানগুলোতে আগুন লাগবে।

কৃষি মার্কেটের ‍‍`খ‍‍` ব্লকের এক কাপড়ব্যবসায়ী বলেন, মার্কেটের পাশেই আমার বাসা। প্রথমে যখন আগুন লাগে, তখন মানুষের চেঁচামেচি শুনে আমি দ্রুত দোকানে দৌড়ে আসি। এসে দেখি মার্কেটের পূর্ব পাশে হক বেকারিতে আগুন লেগেছে। এর কিছুক্ষণের মধ্যেই পশ্চিম পাশের উত্তর কোনায় আরেকটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। একই সঙ্গে পশ্চিম-দক্ষিণ কোণার শেষ প্রান্তে আরেকটি দোকানে আগুন জ্বলে ওঠে। মার্কেট বন্ধ থাকায় কেউ মার্কেটে এসে আগুন ধরিয়ে দিয়েছে।

আরেক কাপড় ব্যবসায়ী বলেন, আমার দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল। গতকাল রাতে দোকান গুছিয়ে বাসায় যাই। আজকে মার্কেট বন্ধ, তাই একেবারে দোকান থেকে নগদ টাকা নিয়ে যাই। হঠাৎ করে রাত ৩টার দিকে দেখি মানুষের চেঁচামেচি। মার্কেটের পাশে বাসা হওয়ায় দ্রুত বাসা থেকে বের হয়ে মার্কেটে আসি। এসে আমিও তিন কোণায় তিনটি পৃথক দোকানে আগুন দেখতে পাই। এই আগুন পরিকল্পিত।

তিনি বলেন, যেখানে আগুনের সূত্রপাত হয়েছে, সেই জায়গায় থেকে সামনের কাঁচা মার্কেটে যেতে মাঝখানে প্রায় ২০ ফিটের একটি রাস্তা রয়েছে। একসঙ্গে মার্কেটের তিন পাশে আগুন লাগায় দ্রুত পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। কেউ আগুন না লাগালে একসঙ্গে কীভাবে মার্কেটের শেষ প্রান্তের দোকানগুলোতে আগুন লাগে।

প্রায় একই রকম অভিযোগ করে প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন বলেন, আগুন যেখানে লেগেছে, সেই জায়গা থেকে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। আজকে মার্কেট সাপ্তাহিক বন্ধ। যে কারণে পরিকল্পনা করে মার্কেটের শেষ প্রান্তের তিন পাশে আগুন লাগানো হয়েছে। এ জন্যই পুরো মার্কেটটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এ ছাড়া বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আগুন লাগার একই ঘটনা বর্ণনা করেন।

Link copied!