জানুয়ারি ৭, ২০২৪, ০২:৪৯ পিএম
ভোটকেন্দ্রে বাতিলের জন্য দায়ী বা অনিয়মের সাথে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিব উল আউয়াল।
রবিবার নির্বাচন কমিশনে মনিটরিং সেলে তিনি এ কথা বলেন।
সকাল থেকে এখন পর্যন্ত অনিয়মের কারণে তিনটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
এসব বিষয় ইসির পদক্ষেপ জানতে চাইলে, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে সিইসি বলেন, ভোট কেন্দ্র বন্ধের জন্য যে দায়ী সে যদি মন্ত্রী পুত্রও হয় তাকে গ্রেফতার করতে হবে।
মাঠ প্রশাসনকেও তিনি একই নির্দেশনা দিয়েছেন বলে জানান।