অক্টোবরের মাঝামাঝি পুনরায় চালু হতে পারে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গত জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়। ইতোমধ্যে কাজীপাড়া স্টেশন চালু হলেও মিরপুর-১০ স্টেশন এখনো বন্ধ আছে। ডিএমটিসিএল কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে মিরপুর-১০ স্টেশনের প্রস্তুতির বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
তারা জানান, স্টেশনের ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলোর বেশিরভাগ বিকল্প হিসেবে তুলনামূলকভাবে কম ব্যবহৃত দুই স্টেশন এবং মেট্রোরেল প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়ে আসা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব স্টেশনটি চালুর চেষ্টা করছেন। শিগগির স্টেশনটির প্রস্তুতির বিষয়ে পরীক্ষা করা হবে। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
গত জুলাইয়ে মেট্রোরেলের দুই স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন এক বছরের মধ্যেও স্টেশন দুটি চালু করা সম্ভব হবে না। প্রায় মাসখানেক বন্ধ থাকার পর ২৫ আগস্ট মেট্রো চলাচল শুরু হয় এবং ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়।