লক্ষীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১০:২২ এএম

লক্ষীপুর-৩ আসনের এমপি শাহজাহান কামাল মারা গেছেন

একেএম শাজাহান কামাল

লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাজাহান কামাল শনিবার ভোর ৩টা ১৯ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তাঁর ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এ এস এম মাকসুদ কামাল জানিয়েছেন,  মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বেলা ১১ টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ।তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে লক্ষীপুরে।বাদ আসর লক্ষ্মীপুর মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে, পৌরসভার লাহারকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

Link copied!