দিনাজপুরে ভবেশ রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৫, ০৬:৫৫ পিএম

দিনাজপুরে ভবেশ রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরলের আলোচিত ভবেশ রায়ের মৃত্যুর ঘটনায় চারজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। হত্যা মামলায় আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার, ২১ এপ্রিল বিকেলে তার একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন।

মামলায় স্বপন চন্দ্র রায় উল্লেখ করেছেন, আসামি চারজনের সাথে তার বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। মামলার প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছে আর্থিক দৈনতার কারণে ২৫ হাজার টাকা সুদের ওপরে ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে গিয়ে ভবেশ রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মানসিক চাপ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সবুর বলেন, ‘ভবেশ রায়ের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।’

Link copied!