আগস্ট ৯, ২০২৩, ০৩:৪৮ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও এডভোকেট কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র চলছে আমাদের অর্জনকে ধংস করে দেওয়ার জন্য। দেশি-বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বুধবার (৯ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। তাঁর কোনো বিকল্প নাই। আবারও দেশরত্ন শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে হবে, শেখ হাসিনাকে নির্বাচনে জয়ী করতে হবে। আজকের শপথ হোক আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব তাঁর নিজের জমানো টাকা বঙ্গবন্ধুর হাতে তুলে দিয়ে দিয়েছেন দেশের মানুষের অধিকার আদায়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের পিছনে, বঙ্গমাতার অবদান সব চেয়ে বেশি।
বিশেষ অতিথির বক্তব্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কে এম খালিদ (এমপি) বলেন, জাতির পিতার অবর্তমানে সব কিছু সামলেছেন বঙ্গমাতা। তার অবদানে আজ আমরা বাংলাদেশ পেয়েছি। এই আগস্ট মাস আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, এতো কষ্ট ও ত্যাগের এই বাংলাদেশে এখনও জিয়াউর রহমানের স্লোগান হয়, এটা মেনে নিতে কষ্ট হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির (এমপি) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ ও কর্মীরা।