জাতীয় তাঁতী সমিতির এডহক ব্যবস্থাপনা কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১, ২০২৪, ১০:৪১ এএম

জাতীয় তাঁতী সমিতির এডহক ব্যবস্থাপনা কমিটি বাতিল

জাতীয় তাঁতী সমিতির এডহক ব্যবস্থাপনা কমিটি বাতিল করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গত ২৭ মার্চ এক অফিস আদেশ জারি করে এই কমিটি বাতিল করা হয়।

কমিটি বাতিলের কারণ দেখিয়ে অফিস আদেশে বলা হয়, বিধিবর্হিভূতভাবে নিয়োগ, সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই কমিটি বাতিল করা হলো।

২০২৩ সালের ২০ ডিসেম্বর দুই বছরের জন্য এডহক কমিটি গঠন করেছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান। কিন্তু দুই বছরেও কোনো নির্বাচন হয়নি। পরে ওই কমিটির মেয়াদ ২০২৩ সালের ৬ জুলাই আরও দুই বছর বাড়িয়ে অফিস আদেশ দেওয়া হয়। এর আগে ২০২১ সালের ২০ ডিসেম্বর ১২ জন সদস্যের মন্ত্রণালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছিল।

Link copied!