সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:৫৮ পিএম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও এ-সংক্রান্ত সেবা নির্বাচন কমিশনের (ইসি) হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নিতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল, ২০২৩ পাস হয়। এখন প্রশ্ন ওঠে, কবে নাগাদ এ কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন হবে?
এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাত্র বিলটি পাস হলো। আইনানুযায়ী সেসব কর্মকাণ্ড করতে একটু সময় লাগবে। যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত পুরোনো ব্যবস্থাই চালু থাকবে। পুরোনা ব্যবস্থাতেই এনআইডি নতুন করে করা বা সংশোধন—সবই এখন যাঁরা করছেন, তাঁরাই করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন পুরোদমে এ দায়িত্ব নেবে, তখন ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে।