ডিসেম্বর ১৬, ২০২৩, ০৩:২২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নির্বাচনবিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। যেহেতু বিজয়ের মাস, বিজয়র দিন সেজন্য কাউকে আমরা মানা করছি না, বিজয়ের আনন্দ প্রকাশ করতে। তবে নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা এবং প্রচার করা থেকে বিরত থাকতে হবে।’
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীতে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির বিজয় র্যালি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বিএনপির বিজয় শোভাযাত্রার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাণ্ড ছাড়া সংযতভাবে আনন্দপ্রকাশ করতে কোনো বাধা নেই। তাদেরকে (বিএনপি) বলা হয়েছে একটি রোড ম্যাপ তৈরি করে বিজয়র্যালি করার জন্য। সে অনুযায়ী আমাদের ডিএমপি কমিশনার তাদেরকে অনুমতি দিয়েছেন। যাতে শান্তিপূর্ণ একটি র্যালি করা যায়। তারা স্থান উল্লেখ করেছেন এবং সেটি যেন অনুসরণ করেই তারা করেন।
১৮ ডিসেম্বর ডিসেম্বর থেকে নির্বাচনবিরোধী কোনো কর্মসূচির বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়েছে। এখন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত রয়েছে।
এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, পুলিশ উইমেন নেটওয়ার্কসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।