মার্চ ৩, ২০২৪, ০৭:৪৯ এএম
বাজার পরিস্থিতি নজরদারি, মজুত ও মূল্যবৃদ্ধি রোধে জেলা প্রশাসকদের কাজ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কেউ যেন পণ্য মজুত করে জনগণকে হয়রানি করতে না পারে, সেজন্য আইনের কঠোর প্রয়োগ করবেন ডিসিরা।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। সরকারের নির্বাচনী ইশতেহারের লক্ষ্য পূরণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বাজার পরিস্থিতিরি দিকে লক্ষ্য রাখতে হবে। রমজান আসলে কিছু ব্যবসায়ী মজুত করে দাম বাড়িয়ে মুনাফা নিতে চায়। কোথাও যাতে ভোক্তাদের হয়রানিতে পড়তে না হয়, সেদিকে নজর রাখতে হবে। বিদেশনির্ভর না হয়ে নিজেদের উৎপাদনে গুরুত্ব দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, সেটি খেয়াল রাখতে হবে। খাদ্যে ভেজাল দেওয়ার বিষয়টিও দেখতে হবে। রোজা আসলে এটা বেড়ে যায়।’
শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ, মাদক এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে যেন তরুণেরা জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সুশাসন নিশ্চিত ও সরকারি প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান।
একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চাইলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করায় ডিসিদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।