বুধবার থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস: জনপ্রশাসন মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক

জুলাই ৩০, ২০২৪, ০৯:২৭ এএম

বুধবার থেকে স্বাভাবিক সূচিতে চলবে অফিস: জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রতীকী ছবি

সব অফিস বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রসঙ্গত, গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী শিক্ষার্থীসহ ১৭৪ জনের প্রাণহানি ঘটে। পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারাদেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

প্রথমদিন ঢাকায় দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজ করার জন্য। পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে। এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় অফিস।

এরপর শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে দেওয়া হয়। চলতি সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘণ্টা করা হয়। সিদ্ধান্ত হয়, সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকেল তিনটা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

অবশেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অফিস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Link copied!