বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে সাব-রেজিস্ট্রার হলেন আদনান

জাতীয় ডেস্ক

জুন ১৪, ২০২৪, ০৫:০০ পিএম

বিসিএস ক্যাডারের চাকরি ছেড়ে সাব-রেজিস্ট্রার হলেন আদনান

ছবি: সংগৃহীত

পদোন্নতি না পেয়ে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) তথ্য ক্যাডার ছেড়ে একজন সহকারী বেতার প্রকৌশলী নন-ক্যাডারের চাকরিতে যোগদান করেছেন।

শুক্রবার (১৪ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্য ক্যাডার ছেড়ে নন-ক্যাডারের চাকরি যোগ দেওয়া ওই চাকরিজীবীর নাম আদনান ফেরদৌস। ৪১তম বিসিএসের মাধ্যমে তিনি নন-ক্যাডার সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তথ্য ক্যাডার ছাড়ার পেছনে আদনান পদোন্নতি না হওয়াকে দায়ী করেছেন বলে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানান নামপ্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা। তিনি জানান, বিসিএস পাশের পর বেতারে যোগ দিয়ে ১০ বছরেও পদোন্নতি হয় না। সেজন্য অর্থনৈতিক ক্ষতিকে প্রাধান্য না দিয়ে মর্যাদা সংকটের কারণে আদনান এই চাকরি ছেড়ে দিয়েছেন। তার মতো আরও অনেক কর্মকর্তাই বিসিএসের তথ্য ক্যাডার ছাড়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন। সরকার ক্যাডার বৈষম্য কমানোর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই ঘটনা বাড়তে থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাব রেজিস্ট্রার পদে যোগদানের জন্য আদনান ফেরদৌসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ৫ জুন বিকেল থেকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

Link copied!