তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ৭৩৩ জন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২০, ২০২৩, ০৩:২৩ পিএম

তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিলেন ৭৩৩ জন

এই কার্যক্রম চলমান থাকবে ২১ নভেম্বর পর্যন্ত। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ৭৩৩ জন মনোনয়ন ফরম বিক্রি ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা। সরাসরি ৭০৯ জন আর অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার মনোনয়ন ফরম বিতরণ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ফরম বিক্রির তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।

গেল তিন দিনে মোট ফরম বিক্রির পরিমাণ ৩ হাজার ১৯টি। এতে মোট আয় ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। 

প্রতি দিনই বাড়তি এক ঘণ্টা দেয়া হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরুর দিন থেকেই। আজও ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার কথা থাকলেও তা ৫ টা পর্যন্ত বর্ধিত করা হয়।

এই কার্যক্রম চলমান থাকবে ২১ নভেম্বর পর্যন্ত। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।

Link copied!