সিলেটের চামেলীবাগে ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার ৬ ঘণ্টা পর একই পরিবারের মা-বাবা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সহায়তায় তাদের মরদহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের পরিচয়- আগা আব্দুল করিম, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ছয় মাস বয়সের শিশুসন্তান তানিম। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগরীর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী। তিনি জানান, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভারি বৃষ্টির কারণে সিলেটে ভূমিধস, নিখোঁজ ২
সকাল ছয়টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। টিলার পাদদেশে আগা আব্দুল করিম ও তার ভাই আগা আব্দুর রহিম পৃথক দুটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। ভূমিধসে ঘরের নিচে আটকা পড়েন দুই পরিবারের ছয়জন। সকালে স্থানীয়রা আব্দুর রহিমের পরিবারকে উদ্ধার করলেও মাটির নিচে চাপা পড়ে যান আব্দুর রহমান ও তার পরিবার।
দীর্ঘ ছয় ঘণ্টা উদ্ধার তৎপরতার পর তাদের উদ্ধার করা হয়। বেলা দেড়টার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয় জানান সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা সাজনু লস্কর।