দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদীয় দলের উপ-নেতা হিসাবে নির্বাচন করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীকে।
স্পিকার হিসাবে শিরিন শারমিন চৌধুরীই আর ডেপুটি স্পিকার হিসাবে শামসুল হক টুকুই থাকছেন। নূর-ই-আলম চৌধুরী থাকছেন চিফ হুইপ হিসাবে। একাদশ সংসদেও তিনি চিপ হুইপ ছিলেন।
এছাড়া সংসদের হুইপ কে কে থাকছেন সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, উক্ত পাঁচ পদে কোন পরিবর্তন আনা হয়নি। একাদশ জাতীয় সংসদেরও তারা একই দায়িত্বে ছিলেন।