ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৬:৩০ পিএম

ভিসানীতি নিয়ে পুলিশে ইমেজ সংকট হবে না: আইজিপি

আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি প্রয়োগের ফলে বাংলাদেশ পুলিশে ইমেজ সংকট হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।

রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচ‌নের সময় ক‌মিশন‌ পু‌লিশ‌কে যে দা‌য়িত্ব দেবে সে‌টিই পা‌লন করা হ‌বে। নির্বাচনকে সাম‌নে রে‌খে অবৈধ অস্ত্র উদ্ধা‌রে বি‌শেষ অভিযান চালাবে পু‌লিশ।

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আইনপরিপন্থী কাজ যেই করছে তাকেই শাস্তির আওতায় আনা হচ্ছে। পুলিশকেও ছাড় দেওয়া হচ্ছে না।

তেজগাঁওয়ে গোলাগুলির ঘটনায় আইনজীবী ভুবন চন্দ্র শীলের মৃত্যু নিয়ে আইজিপি বলেন, হত্যাকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Link copied!