অক্টোবর ১২, ২০২৫, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রোববার, ১২ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হয় এ কর্মসূচি। এতে সারা দেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নিয়েছে।
এদিকে কর্মসূচির কারণে প্রেসক্লাবের সামনে যান চলাচল ব্যহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করন প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানান, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। দাবি মেনে নিতে সন্ধ্যা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রাতেও সড়কে অবস্থান করবে শিক্ষকেরা। লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তারা।
এছাড়া, মঙ্গলবার থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতিরও ঘোষণা দিয়েছে বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করন প্রত্যাশী জোট।