দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের মিছিলে বাধা, হামলা

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৪, ০৫:২০ পিএম

দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের মিছিলে বাধা, হামলা

ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শিক্ষার্থীদের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার (২ আগস্ট) গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও নরসিংদীতে মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বিকেলে নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওযার এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

এরপর বেলা সোয়া ৩টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে ও জিরো পয়েন্ট এলাকায় মিছিল নিয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ছাড়া পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল সোয়া ৪ টা পর্যন্ত সড়কে শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থান করছিল।

লক্ষ্মীপুরে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা শহরের চকবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ছাড়া কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে মসজিদে মসজিদে দোয়া ও শহরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজের পর নিহতদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া করা হয়। নামাজ শেষে শহরের শহীদী মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।

মিছিলটি গৌরাঙ্গ বাজার এলাকায় এসে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে স্টেশন রোড এলাকায় সাদা পোশাকে থাকা কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই আল-আমিনকে ধাওয়া করে মিছিলকারীদের একটি অংশ। এ সময় ইট পাটকেলের আঘাতে আহত হন ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে, নেত্রকোনায় সুরক্ষিত বাংলাদেশ চাই দাবিতে ফেস্টুন হাতে দাঁড়ানোর সময় বাধা দিয়েছে ছাত্রলীগ। ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিকসহ অনেকের ফোন হাতিয়ে নেয় ছাত্রলীগের নেতারা। শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শহরের মোক্তারপাড়া প্রেসক্লাব সড়কে পাবলিক হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা সুরক্ষিত বাংলাদেশ দাবিতে দাঁড়ানোর চেষ্টা করে।

এ সময় নেত্রকোনা মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ আসার পর ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের হাত থেকে ফেস্টুন মোবাইল কেড়ে নেয়। এসময় সংবাদ সংগ্রহের ছবি তোলার সময় সময়ের চিত্র সাংবাদিক আবু সুফিয়ানের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ।

এ ছাড়া, গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ, হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী ও জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। দুপুরে পৌর শহরের উপজেলা মোড় এলাকায় শিক্ষার্থীর উপস্থিতিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পৌর শহরের ব্রাহ্মন্দী থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে পৌঁছানোর চেষ্টা করে। প্রেসক্লাবে পৌঁছানোর আগেই উপজেলা মোড়ে বিক্ষোভ মিছিলে বাধা দেয় আওয়ামী মহিলা লীগের নেত্রীরা।

এ সময় আওয়ামী মহিলা লীগের নেত্রীদের সঙ্গে কয়েকদফা হাতাহাতির ঘটনা ঘটে শিক্ষার্থীদের। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা ছিল নীরব ভূমিকায়।

এদিকে বন্দর নগরী চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীরা জুমার নামাজের পর আন্দরকিলা শাহি জামে মসজিদ থেকে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে টাইগারপাস মোড়ে যায়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ন্যায়বিচারসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন। সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। 

উল্লেখ্য, গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে শুক্রবার সারাদেশে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

Link copied!