গতকাল রোববার দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল-২৪’র সন্ধ্যা ছয়টা থেকে সন্ধ্যা সাতটায় প্রচার হওয়া প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন বিপিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই প্রতিবেদনে বিসিএসসহ বিগত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তোলা হয়েছে। অথচ এটা ভিত্তিহীন। এ ধরনের কোনও অভিযোগ বা অনুযোগ ছিল না বলেও উল্লেখ করা হয়।
রোববার (৮ জুলাই) রাতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। বিপিএসসির দাবি, অভিযোগ বা অনুযোগ না থাকায় বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ১২ বছরে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এসব পরীক্ষার বিষয়ে বিরূপ প্রচার করায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বিপিএসসির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বিজ্ঞপ্তি