বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় গঠন করা জাতীয় রিভিউ কমিটি জনগণের কাছে দুর্নীতির তথ্য সংগ্রহের জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থাগুলোর বিরুদ্ধে দুর্নীতির তথ্য ও উপাত্ত ইমেইলের মাধ্যমে পাঠানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।
কমিটি জানিয়েছে, অভিযোগ দাখিলকারী এবং অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানদের সঙ্গে প্রয়োজনে যোগাযোগ করা হবে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর আওতায় কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তথ্য সংগ্রহের জন্য আলাদা যোগাযোগ করা হবে।
জনসাধারণকে দুর্নীতির যেকোনো তথ্য বা প্রমাণাদি (nationalreviewcommittee@gmail.com) এই ইমেইলে পাঠাতে বলা হয়েছে।