ফেনীতে রেললাইন তলিয়ে যাওয়ায় দেশের পূর্বাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

জাতীয় ডেস্ক

আগস্ট ২২, ২০২৪, ০৭:৪২ এএম

ফেনীতে রেললাইন তলিয়ে যাওয়ায় দেশের পূর্বাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

ফেনীতে বন্যার পানিতে রেললাইন তলিয়ে যাওয়ার কারণে বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দেশের পূর্বাঞ্চলে চট্টগ্রাম-ঢাকা-সিলেট-চাঁদপুরসহ অপরাপর গন্তব্যের মধ্যে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল আলম। তিনি বলেছেন, বন্যার কারণে চট্টগ্রামের সঙ্গে এখন দেশের অন্যান্য জেলার ট্রেন চলাচল বন্ধ আছে।

গণমাধ্যমকে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ফেনীর ফাজিলপুর এলাকায় রেললাইনের একটি অংশ ডুবে যায়। এ ছাড়া পানি তোড়ে লাইন থেকে পাথর এবং মাটি সরে গেছে।

জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত বন্দর নগরী থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন ফেনীর কাছাকাছি থেকে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে রেলওয়ে।

Link copied!