জিগাতলায় গুলিবিদ্ধ হওয়ার ১৬ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন রিয়াজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৭, ২০২৪, ০৯:২৫ পিএম

জিগাতলায় গুলিবিদ্ধ হওয়ার ১৬ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন রিয়াজ

মো. রিয়াজ। ছবি: সংগৃহীত

জিগাতলা এলাকায় আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ১৬ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মো. রিয়াজ (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

এই তথ্য নিশ্চিত করে রিয়াজের ভাই হাসান রাসেল বলেন, “আমার ভাই বরিশালে মুলাদী সরকারি কলেজের স্নাতক পরীক্ষার্থী ছিলেন। গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে জিগাতলা এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। খবর পেয়ে আমরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা আমার ভাইকে আইসিইউয়ে নিয়ে যান। এর ঠিক ১৬ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় রিয়াজের মৃত্যু হয়।”

মো. রিয়াজ বরিশালের হিজলা উপজেলার মোল্লারহাট গ্রামের বাসিন্দা মাহমুদুল্লাহ হকের ছেলে। জিগাতলা এলাকায় বোনের বাসায় থাকতেন তিনি। ৪ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রিয়াজ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।”

Link copied!