অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগে রিকশাচালকরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৬, ২০২৪, ১১:১৩ এএম

অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগে রিকশাচালকরা

ছবি: সংগৃহীত

অটোরিকশা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন প্যাডেল রিকশাচালকরা।

সোমবার (২৬ আগস্ট) ‘চলবে না চলবে না- অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা- চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য- মানি না মানবো না’-সহ নানা স্লোগান দিতে থাকেন প্যাডেল চালিত রিকশাওয়ালারা।

আন্দোলনের স্বপক্ষে নিজের অবস্থান জানিয়ে রিকশাচালক আসাদুল্লাহ বলেন, অটোরিকশার কারণে আমরা পর্যাপ্ত যাত্রী পাই না। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ভাড়া না পেলে আমাদের পেট চলবে কীভাবে?”

একই কথার পুনরাবৃত্তি করে আরেক রিকশাচালক মামুন মিয়া বলেন, “আগে এলাকার অলিগলিতে অটোরিকশা চলতো, কিন্তু এখন তারা প্রধান সড়কে অটোরিকশা চালায়। কোনও নিয়ম-কানুন মানা হচ্ছে না। এর ফলে আমরা কোনও যাত্রী পাই না।”

Link copied!