বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসির বাইক বিক্রি শুরু জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৯:২৬ এএম

বাংলাদেশে রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসির বাইক বিক্রি শুরু জুলাইয়ে

সংগৃহীত ছবি

বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। জুলাই মাস থেকে রয়্যাল এনফিল্ডের ৩৫০সিসির মডেল বিক্রি শুরু করবে স্থানীয় প্রস্ততকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস।

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস জানিয়েছে, মে মাসের মধ্যে তারা দেশে ব্র্যান্ডটি চালু করতে যাচ্ছে। বর্তমানে সারা দেশে ডিলারদের সন্ধান করছে প্রতিষ্ঠানটি।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর। আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করবো।

গত ৭ সেপ্টেম্বর ৩৭৫ সিসি (ইঞ্জিন ক্ষমতা) পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় মোটরসাইকেল আমদানি ও প্রস্ততকারক প্রতিষ্ঠানগুলো। এর আগে দেশের বাজারে ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না।

Link copied!