এমভি আব্দুল্লাহ ছিনতাই

‘নাবিকরা সুস্থ’, ‘মুক্তিপণের বিষয়ে’ কথা হয়নি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৪, ০৯:০০ এএম

‘নাবিকরা সুস্থ’, ‘মুক্তিপণের বিষয়ে’ কথা হয়নি

ছবি: সংগৃহীত

সোমালীয় জলদস্যু ও এমভি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে নাবিকদের মুক্তিপণের বিষয়টি নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান তারা।

বুধবার (২০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন নৌ-পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। এদিকে দেশের শীর্ষস্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানান, জাহাজের নাবিকরা সুস্থ আছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা তাদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন। তারা ভালো আছেন, সুস্থ আছেন।’

গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে এসআর শিপিংয়ের জাহাজটি নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক ও ক্রু এখন জলদস্যুদের হাতে জিম্মি।

এমভি আবদুল্লাহ জাহাজে থাকা নাবিকদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা আছেন ১১ জন। বাকিরা ফেনী, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

Link copied!