শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

জাতীয় ডেস্ক

আগস্ট ৫, ২০২৪, ০৫:৪০ পিএম

শাহজালাল বিমানবন্দর বন্ধ ঘোষণা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম। তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।

তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কেন বন্ধ করা হয়েছে সেটা জানা যায়নি।

একই দিন বঙ্গভবনে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বিকেলে জাতির উদ্দেশে ভাষণে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “আজ রাতের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে সলিউশন হতে পারে।”

একই সময় আন্দোলনরত ছাত্রদের শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমরা এখন বঙ্গবভনে যাবো। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।”

Link copied!