ডিসেম্বর ১৯, ২০২৩, ০৮:০১ এএম
শাম্মী আহমেদ।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিফল হয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ কিন্তু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সে আবেদনে সাড়া দেননি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত।
ফলে আর নির্বাচনের সুযোগ থাকছেনা শাম্মী আহমেদের।
আদালতে শাম্মী আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক, সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
পরে আইনজীবী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘শাম্মীর আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত “নো অর্ডার” দিয়েছেন। ফলে শাম্মীর প্রার্থিতা বাতিল করে ইসির দেওয়া সিদ্ধান্ত এবং তার রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল। ফলে শাম্মী নির্বাচনে অংশ নিতে পারবেন না।’
বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন শাম্মী আহমেদ। তবে তাঁর দ্বৈত নাগরিকত্ব আছে উল্লেখ করে এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ।
রিটার্নিং কর্মকর্তা শাম্মী আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এর বিরুদ্ধে ইসিতে আপিল করেন তিনি। শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে ইসি। ফলে প্রার্থিতা বাতিল হয়ে যায় তাঁর। প্রার্থিতা ফিরে পেতে রিট করেন শাম্মী আহমেদ, যা গতকাল সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।