টেকনাফগামী ট্রলার-স্পিড বোটে আবারও গুলি

জাতীয় ডেস্ক

জুন ১১, ২০২৪, ০৯:২৫ এএম

টেকনাফগামী ট্রলার-স্পিড বোটে আবারও গুলি

ছবি: সংগৃহীত

মিয়ানমারের ওপার থেকে সেন্টমার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিড বোট লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। এতে টেকনাফগামী ট্রলার ও স্পিড বোটগুলো আবারও সেন্টমার্টিনে ফিরে যায়।

মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। এই নিয়ে গত ৭ দিন ধরে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান।

তিনি বলেন, “বেলা ১১টার দিকে সেন্টমার্টিন থেকে টেকনাফগামী দুটি ট্রলার ও কয়েকটি স্পিডবোটকে লক্ষ্য করে মিয়ানমার থেকে আবারও গুলি করা হয়। এতে এসব নৌযান টেকনাফে না গিয়ে আবার সেন্টমার্টিনে ফিরে আসে। গত ৭ দিন ধরে মিয়ানমার থেকে এভাবে গুলি ছোঁড়া হচ্ছে। এতে আতঙ্কে টেকনাফ-সেন্টমার্টিনে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এই অবস্থায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারা চরম সংকটে আছেন।”

চলতি বছর ফেব্রুয়ারি থেকেই মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। এর জেরে এখন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে গুলি ছোঁড়া হচ্ছে। এরই মধ্যে গত ৫ জুন সেন্টমার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে মিয়ানমার থেকে গুলি ছোঁড়া হয়। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এরপর ৮ জুন পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করা হয়। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে সাতটি গুলি লাগে।

Link copied!