কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: রাশিয়ার রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৭, ২০২৩, ০৩:৩৪ পিএম

কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে: রাশিয়ার রাষ্ট্রদূত

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘টকস উইথ অ্যাম্বাসেডর’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার মান্তিতস্কি বলেছেন, কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, কিছু পশ্চিমা দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করছে। গত ২২ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়টি ইতোমধ্যে স্পষ্ট করেছেন। আমাদের মুখপাত্রের বক্তব্য বাংলাদেশ ইস্যুতে রাশিয়ার অবস্থান স্পষ্ট।

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে এক প্রশ্নের জবাবে মান্টিটস্কি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারিগরি উন্নতির ব্যাপারে আলোচনা শেষ। এখন অর্থনৈতিক বিষয়ে আলোচনা চলছে। স্যাটেলাইট স্থাপনে বাংলাদেশ সরকার যে দেশকে ভালো অংশীদার মনে করবে, তাকে বেছে নেবে। এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত।  

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়া যে অবদান রেখেছিলো, সেই অবদান কোনোভাবেই পরিশোধ করা যাবে না। বর্তমান ভূরাজনীতিতে আমাদের পক্ষে রাশিয়াকে প্রয়োজন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা ট্রিবিউনের কূটনৈতিক রিপোর্টার শেখ শাহরিয়ার জামান।

Link copied!