‘প্রশ্ন ফাঁসের সব কামাই আল্লাহর রাস্তায় খরচ করেছি’, আবেদ আলীর দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৪, ০৪:১০ পিএম

‘প্রশ্ন ফাঁসের সব কামাই আল্লাহর রাস্তায় খরচ করেছি’, আবেদ আলীর দাবি

ছবি: সংগৃহীত

প্রশ্ন ফাঁসের সব কামাই আল্লাহর রাস্তায় খরচ করেছি- সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন।

সোমবার (৮ জুলাই) রাতে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বিপিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আবেদ আলীর বিপুল সম্পদের তথ্য সামনে আনতে থাকেন ব্যবহারকারীরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আবেদ আলীর ছেলে নৈসয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগ নেতা (এরই মধ্যে বহিষ্কার)। বিদেশে অধ্যয়ন করেছেন তিনি। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন, মাদারীপুরে আলিশান বাড়ি থাকার চাঞ্চল্যকর তথ্যও সামনে আসছে। একই সঙ্গে ‘লোকদেখানো’ দান-খয়রাত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড এবং ‘পরহেজগারি’র নানান ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, “জীবনে কোনওদিন অসদুপায় অবলম্বন করিনি। গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি।”

সম্প্রতি পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক ও মাদারীপুরের ডাসারের বাসিন্দা আবেদ আলী কোটি কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে এসেছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতের তথ্য সামনে আসার পরই সামাজিক মাধ্যমে এসব তথ্য তুলে ধরছেন নেটিজেনরা। ঢাকায় তার বহুতল দুটি ভবন এবং মাদারীপুরে আলিশান বাড়ির তথ্যও সামনে এসেছে।

বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন আবেদ আলী। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও ছিল তার নিয়মিত ওঠা-বসা। আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ডাসার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। বিলাসী জীবনযাপনে তিনিও কম যেতেন না।

Link copied!