ভারি বৃষ্টিতে বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৩, ১২:৫৩ এএম

ভারি বৃষ্টিতে বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি

ছবি: সংগৃহীত

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চলের ২ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ধরলা নদী কুড়িগ্রাম এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি থাকতে পারে বলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এ কেন্দ্রের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে।

এছাড়া আরও তিন দিন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা-পদ্মায় নদীর পানি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর আশে পাশের এলাকায় উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Link copied!