আগস্ট ৩, ২০২৩, ০৮:১২ পিএম
রংপুর জিলা স্কুল মাঠে বুধবার (২ আগস্ট) আয়োজিত আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশের সভামঞ্চে ৯৬ বছর বয়সী সেই ভাষা সৈনিক মজিবর রহমান মাস্টারের সাথে কুশল বিনিময় করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সরকারপ্রধানের সৌজন্যতায় আবেগে আপ্লুত হন একুশে পদকপ্রাপ্ত মজিবর রহমান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে মন খুলে তাঁর জন্য দোয়া করেন। এসময় মঞ্চে সৃষ্টি হয় শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার এক অনন্য নজির।
পরে মজিবর রহমান মাস্টার সাংবাদিকদের জানান, “আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো কষ্ট নাই। আমি আবেগে আপ্লুত।”
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে হুইলচেয়ারে করে বদরগঞ্জ থেকে মহাসমাবেশে পৌঁছেন ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার (৯৬)।
মজিবর রহমান মাস্টার স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের মামলায় সাক্ষী ছিলেন। এ কারণে জামায়াত-শিবিরের হামলার শিকারও হন তিনি।
১৯৬৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বদরগঞ্জ থানা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বাকশাল গঠনের পর তিনি দীর্ঘদিন রংপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া বদরগঞ্জ শাখা টিসিসির চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। স্কাউটে সর্বোচ্চ পদকও পেয়েছেন মজিবর রহমান মাস্টার।