আগস্ট ৯, ২০২৪, ০৭:১৪ পিএম
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিই প্রথম কাজ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাস ফেরানো দ্বিতীয় কাজ হবে বলেও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন তিনি।
তিনি বলেন, “নোবেল জয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার প্রথমত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির চেষ্টা করবে। দ্বিতীয়ত আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে আত্মবিশ্বাস ফেরানো, যেটি চরমভাবে কমে গেছে বলে আমি মনে করি।”
আরও পড়ুন: নিরাপত্তার জন্য ড. ইউনূসকে খোলা চিঠি দিলেন সংখ্যালঘুরা
সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রশাসন ‘খুবই উদ্বিগ্ন’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় প্রশাসন ‘খুবই উদ্বিগ্ন’। তবে কিছু বিষয়ে ‘সামান্য অতিরঞ্জিত’ হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশ ছাড়ার দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা। পুলিশ সদস্যদের অনেকেই হতাহত হন। এ ছাড়া বিভিন্ন সরকারি স্থাপনা, আওয়ামী লীগ কার্যালয় এবং সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর, অগ্নি সংযোগের খবর এসেছে।