সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন থেকে অর্ধশতাধিক মানুষ ট্রলার ভাড়া করে ‘পিকনিক’ করতে গিয়েছিলেন। পদ্মা সেতু ও এর আশেপাশের এলাকায় ঘুরে দেখছিলেন। সারাদিন আনন্দ-আয়োজন শেষে বাড়ি ফেরার পথে এক দুর্ঘটনায় এক নিমেষে পানিতে মিলিয়ে গেল সব আনন্দ।
এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবে প্রাণ হারিয়েছেন পাঁচজন। এখনো প্রায় ৭ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রসকাঠি এলাকার পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান।
ঘটনার পরপরই খবর পেয়ে স্থানীয় প্রশাসনের নেতৃত্বে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।
তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।
এখন পর্যন্ত ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে পুরুষ ২ জন, মহিলা ৩ জন, শিশু ২ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৫০ জনের মত যাত্রী ছিলেন। সারাদিন বেড়িয়ে ফেরার পথে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় সেটি ডুবে যায়।
পুলিশ সুপার আসলাম খান বলেন, “স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। অনেকেই সাঁতরে তীরে উঠতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ রওয়ানা দিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন এসেছে। তারা উদ্ধার কাজ শুরু করেছে।
নিখোঁজের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “এ ব্যাপারে পরে বিস্তারিত জানা যাবে।”