বঙ্গমাতার সাহসিকতা ও প্রচেষ্টার কারণেই স্বাধীনতার পথ সহজ হয়েছিল: নিখিল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৩, ১১:৩৪ পিএম

বঙ্গমাতার সাহসিকতা ও প্রচেষ্টার কারণেই স্বাধীনতার পথ সহজ হয়েছিল: নিখিল

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধু প্রশ্নবিদ্ধ হোক, মানুষের কাছে ছোট হোক এমন কাজ বঙ্গমাতা কখনই করেন নি। বঙ্গমাতার ধৈর্য, সাহসিকতা আর প্রচেষ্টার কারণেই বাংলাদেশের স্বাধীনতার পথ সহজ হয়েছিল।

মঙ্গলবার (৮ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে “প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী” শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের সাথে যে মানুষটির নাম জড়িত, সে মানুষটি সত্যিকার অর্থেই এক দিকে দেশপ্রেমিক, মানব প্রেমিক, যে মানুষ নিজের ভোগ বিলাসের কথা চিন্তা না করে দেশ ও জাতির জন্য সর্বদা বঙ্গবন্ধুর পাশে একই সমান্তরালে কাজ করে গেছেন তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তাই বাংলাদেশের স্বাধীনতার সাথে তার অবদান জলজল করছে।

তিনি যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন-আমরা একটি যুদ্ধে নেমেছি, সেটি হলো ১৯৭১ সালের পরাজিত শক্তি, ’৭৫-এর খুনি চক্র, ২০০৪ সালে ২১ আগস্ট যারা গ্রেনেড হামলা করেছিল, ২০০৫ সালে যারা সিরিজ বোমা হামলা চালিয়েছিল, যারা দেশ ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে এই যুদ্ধ। এই যুদ্ধ হলো শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে, দেশকে এগিয়ে নিতে।

এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. মুক্তা আক্তার।

Link copied!