ফল দেখা হলো না আন্দোলনে যাওয়া মতিন-নাফিসাদের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৪, ০৩:০৫ পিএম

ফল দেখা হলো না আন্দোলনে যাওয়া মতিন-নাফিসাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে মঙ্গলবার। সেই পরীক্ষায় পাস করেছেন মতিন, নাফিসা, সাদ, রায়হান ও পান্থ। কিন্তু পরীক্ষার ফল দেখে যেতে পারেননি তারা। জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে নিহত হয়েছেন এই শিক্ষার্থীরা।

গত ৩০ জুন শুরু শুরু হয় উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কিন্তু সাতটি পরীক্ষার পরই আন্দোলনের তীব্রতা বেড়ে যায়। কয়েক দফা পিছিয়েও সেই পরীক্ষা আর নেয়া যায়নি।

আন্দোলনের মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় ময়মনসিংহ থেকে ঢাকায় মায়ের কাছে এসেছিল শেখ শাহরিয়ার বিন মতিন। ঢাকায় এসে আন্দোলনে অংশ নেন তিনি। গত ১৮ জুলাই মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে গুলিবিদ্ধ হন শাহরিয়ার মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ভেদ করে বেরিয়ে যায়। নিহত হন এই শিক্ষার্থীরা।

মঙ্গলবার প্রকাশ হওয়া পরীক্ষার ফলে মতিন ৪ দশমিক ৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার এই ভালো ফলেও কাঁদছেন তার পরিবারের সদস্যরা। ফলাফল প্রকাশের পর উত্তীর্ণদের উৎসব চললেও শোকের ছায়া রয়েছে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত মতিনের পরিবার জুড়ে।

এ রকম আরেক শিক্ষার্থী সাদ আল আফনান পাটওয়ারী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গত চার আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আফনান। তিনিও উত্তীর্ণ হয়েছেন জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে।

গত ১৯ জুলাই যাত্রাবাড়ী এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। কাজলায় ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে আহত হন তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেদিন সন্ধ্যায়ই মৃত্যুবরণ করেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলে পান্থ জিপিএ ৩ দশমিক ১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

শেখ হাসিনার সরকারের পতনের দিন গত পাঁচ আগস্ট বিজয় মিছিলে গিয়েছিলেন মো. রায়হান। বাড্ডা এলাকায় গুলিতে নিহত হন গুলশান কমার্স কলেজের শিক্ষার্থী এই শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের ফলে জিপিএ ২ দশমিক ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলাফল পেয়ে এখন শুধুই কাঁদছেন রায়হানের মা। পরীক্ষার ফলের কোনো মূল্য নেই সন্তানহারা এই মায়ের কাছে।

আন্দোলনে নিহত হওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের আরেকজন হলেন নাফিসা হোসেন মারওয়া। পরীক্ষায় ভালো ফল করলেও তার পরিবারের শোকের মাতম। বাসায় না জানিয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন কলেজ শিক্ষার্থী নাফিসা।

আওয়ামী লীগ সরকার পতনের দিন দুপুরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন থানা রোডে গুলিতে নিহত হন নাফিসা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

Link copied!