বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে কালো পতাকা মিছিল করছে বিএনপি।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা বিএনপি পৃথকভাবে এ কর্মসূচি শুরু হয়। একই সাথে যুগপৎ আন্দোলন হিসেবে অন্য বিরোধী জোটগুলো এ কর্মসূচি পালন করছে।
শুক্রবার জুমার নামাজের পরই ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির নেতাকর্মীরা কালো পতাকা মিছিলে যোগ দিতে শুরু করে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে বিভিন্ন ইউনিটের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্দিষ্ট স্থানে জড়ো হয়। বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আলাদা দুটি স্থানে কালো পতাকা মিছিল বের করা হবে।
বিএনপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিংক রোড থেকে মোহাম্মদপুর বাস বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই মিছিলে নেতৃত্ব দেন।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দয়াগঞ্জ পর্যন্ত কালো পতাকা মিছিলের নেতৃত্বে রয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
ঢাকা দুই মহানগরে বিএনপির এ কালো পতাকা মিছিল কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোড়ে মোড়ে সর্তক অবস্থানে দেখা যায়।