কর্মবিরতির ৬ দিন পর সড়কে ট্রাফিক পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ০৬:০০ এএম

কর্মবিরতির ৬ দিন পর সড়কে ট্রাফিক পুলিশ

রাজধানীর সড়কগুলোতে কর্মবিরতির ছয়দিন পর আবারও ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ। তবে কিছু কিছু পয়েন্টে শিক্ষার্থীদের এখনও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, বিজয় সরণী, বাংলা মোটরসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দেখা গেছে।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সোমবার থেকে কাজে ফেরার ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তারা।

এর আগে সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি দাবি তুলে ধরে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধঃস্তন কর্মচারী সংগঠন। এদিকে গতকাল রোববার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়।

Link copied!