আগস্ট ৩০, ২০২৩, ০৭:২৪ পিএম
গোসলে নেমে প্রবল স্রোতে ভেসে যাচ্ছিল দুই সন্তান। দেখে পানিতে লাফ দেন মা। এক সন্তানকে উদ্ধার করতে পারলেও স্রোতের টানে ভেসে যায় অপর সন্তান। পরে তার লাশ উদ্ধার হয়। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে।
জানা যায়, এদিন দুপুরে উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে সন্ধ্যা নদীর শাখা কচা নদীতে গোসলে নামে দুই সহোদর নিশাত তাসমিন ওরফে তানহা (১৬) এবং তার ভাই তাজহান হাসান নিবিড় মোল্লা (১২)। এরমধ্যে স্রোতের টানে নিখোঁজ হয় তানহা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়ার সন্ধ্যা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
তানহা ভবানীপুর গ্রামের মো. নাসিম মোল্লা ও তানিয়া বেগমের মেয়ে। নিশাত এবার ঢাকা মতিঝিল আইডিয়াল কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, গতকাল দুপুরে বাড়ির কাছের নদীতে গোসল করতে নামে নিশাত ও তার ভাই তাজহান হাসান নিবিড় মোল্লা (১২)। পানির প্রবল স্রোত দুই সন্তানকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে দেখে নদীতে লাফ দেন তাদের মা তানিয়া বেগম। এ সময় মা প্রাণপণ চেষ্টা করে ছেলেকে উদ্ধার করে ওপরে ওঠাতে পারলেও মেয়ে নিশাত স্রোতে ভেসে যায়। স্থানীয় লোকজন এগিয়ে আসার আগেই ওই কিশোরী স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।
মা তানিয়া বেগম মেয়েকে হারিয়ে এখন পাগলপ্রায়। তিনি বলেন, আমি এতই হতভাগা যে আমার চোখের সামনে মেয়েটি ভেসে গেল, কিছুই করতে পারলাম না।by
উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কলিমুল্লাহ জানান, উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁরা অভিযান পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর আজ দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া এলাকার সন্ধ্যা নদীতে কিশোরীর ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবার গিয়ে লাশটি শনাক্ত করে।