নির্বাচন নিয়ে ৫ পরামর্শ দিল মার্কিন পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২৩, ১১:৪৭ এএম

নির্বাচন নিয়ে ৫ পরামর্শ দিল মার্কিন পর্যবেক্ষক দল

চলতি মাসের ৮ থেকে ১২ তারিখ পর্যন্ত ঢাকা সফর করেছে মার্কিন নির্বাচনী মিশনের একটি প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রে ফিরে অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচনের জন্য তারা মোট ৫টি মতামত তুলে ধরেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার এক প্রতিবেদনে এ পরামর্শগুলো দেওয়া হয়।

পর্যবেক্ষক দলের পরামর্শগুলো হলো:  

সহনশীল বক্তব্য এবং নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।
নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।
অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক সহিংসতায় অপরাধীদের জবাবদিহি করতে হবে।
সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং নির্বাচনে অংশগ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।

প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় ছিল। এই সফরে তাঁরা নির্বাচন কমিশন, সরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক প্রতিনিধি, সিভিল সোসাইটি, বিদেশি কূটনীতিক এবং দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। দেখা করেন সরকার প্রধান শেখ হাসিনার সাথেও।

Link copied!