ধানকাটার মৌসুমের কারণে ভোট দিতে না এসে ভোটাররা ধান কাটায় ব্যস্ত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “ধানকাটার মৌসুমের কারণে ভোট কম পড়েছে।”
বুধবার (৮ মে) ভোটগ্রহণ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, “নির্বাচন সুষ্ঠু হয়েছে, যেকটি ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩৪টি ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। এছাড়া ৩৭ জনকে আটক করা হয়েছে।”
ভোটকেন্দ্রের ভেতরে সহিংসতা হয়নি উল্লেখ করে সিইসি বলেন, “কেন্দ্রের বাইরে সহিংসতা হয়েছে, এ জন্য দুটি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে।”
এর আগে, বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।
এর মধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ৫ উপজেলার ৮ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন করে মোট ২৮ জন প্রার্থী।