নভেম্বর ২৫, ২০২৩, ০৮:৩৮ এএম
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো বাংলাদেশেও নির্বাচন একটি উৎসব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে পছন্দের প্রার্থী বেছে নিতে উদগ্রীব হয়ে আছেন ভোটাররা। উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন পররাষ্ট্রসচিব। আজ শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এই ব্রিফিংয়ের কথা জানানো হয়।
ব্রিফিংয়ে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাছে তাদের দেশের সহযোগিতার প্রত্যাশার কথা জানান। একইসঙ্গে ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিষদের ‘সি’ শ্রেণিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রসচিব।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে জানানো হয়েছে, ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও বৈচিত্র্য নিয়ে কথা বলেন মাসুদ বিন মোমেন। এ ছাড়া তিনি সমসাময়িক নানা ভূরাজনৈতিক বিষয়ে বাংলাদেশের অবস্থান দিল্লিতে কর্মরত বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন।